আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের শেষলগ্নে তীব্র গরম থেকে রেহাই। তাপপ্রবাহের পরিস্থিতিও গায়েব রাজ্যে রাজ্যে। এবার একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। তুমুল বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে ছারখার হবে একাধিক রাজ্য। জারি হল সতর্কতাও।
মৌসম ভবন সূত্রে খবর, একাধিক ঘূর্ণাবর্তের জেরে পূর্ব ভারত, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে। ২ মে পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিহার ও ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায়। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ৫ মে পর্যন্ত কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কেরলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে কোথাও ভারী বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
টানা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গেও। দিল্লিতে খানিকটা কমবে তাপমাত্রার পারদ। বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার দিল্লিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে।
